রাজধানীর পৃথক দুই স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ আগস্ট) শাহবাগ ও পল্টন এলাকার ফুটপাত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) গণমাধ্যমকে তা নিশ্চিত করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, আজ সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনের রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত (ভবঘুরে) পুরুষকে (২৭) উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে পুরানা পল্টনে বায়তুল খায়ের ভবনের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় সুনীল রায় (৫০) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সুনীল রায় ওই এলাকায় হকারের কাজ করত।
তার বাড়ি কুমিল্লার হোমনা থানা এলাকায়। তার পিতার নাম অরুণ রায়। স্টোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ জাতীয় আরো খবর..