ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রুদ্র চন্দ্র সরকার। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রুদ্র চন্দ্র সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়।
সহপাঠীরা বলেন, রুদ্র গত মাসের ২২ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি কুড়িগ্রামে গ্রামের বাড়িতে চলে যান। সেখান থেকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
সহপাঠী অর্ণব সরকার বলেন, রুদ্রের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা জানান, তাঁর নিউমোনিয়া দেখা দিয়েছে। কিডনিতেও সমস্যা। সেই সঙ্গে তার ফুসফুসে পানি জমেছে। তাঁকে রংপুরের ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর গত বুধবার রাতে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয় এবং মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ জাতীয় আরো খবর..