সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এসময় আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙ্চুর করা হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগপন্থিরা। তবে বিএনপিপন্থিরা তা অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ফোরামের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর আইনজীবী সমিতি ভবনে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে, তারেক রহমান ও জুবাইদা রহমানের সাজার প্রতিবাদে রোববার থেকে সারাদেশের আইনজীবী সমিতিগুলোতে কালো পতাকা মিছিল ও মঙ্গলবার অবস্থান কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও জনগণের কাছে তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করতেই আদালতকে ব্যবহার করা হয়েছে।
সংবাদ সম্মেলনের পরপরই বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। মিছিলে তারা তারেক রহমানের মামলার রায় নিয়েও স্লোগান দেন।
একই সময় আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ২টার দিকে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে দুই পক্ষের আইনজীবীদের মিছিল মুখোমুখি হলে পাল্টাপাল্টি স্লোগান, হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আলাদা সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, গনতান্ত্রিক আন্দোলন আর সহিংসতা এক কথা নয়।
এ জাতীয় আরো খবর..