স্বাধীনবাংলা, নিউজ ডেস্ক:
চীনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, আইসিডিডিআরবির সহায়তায় স্বেচ্ছাসেবকদের ওপর চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়াল চালানো হবে। এ ট্রায়ালের ফলে বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবে।তবে জানুয়ারির আগে ভ্যাকসিন পাওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানান মন্ত্রী। সিনোভ্যাকের ট্রায়ালের সব খরচ চীন বহন করবে বলে জানান তিনি। এরআগে চীনের তৈরি সিনোভ্যাকের ট্রায়াল সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে সম্পন্ন করা হয়।