বাবার মতোই রেকর্ড গড়লেন জাস্টিন ট্রুডো। তার স্ত্রী সোফি গ্রেগরির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ট্রুডো। এর মধ্য দিয়ে তাদের ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটল।
তবে ট্রুডোই হচ্ছেন কানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকাবস্থায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। আর এর আগে ক্ষমতায় থাকাকালীন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়া প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে এলিয়ট ট্রুডো।
ছয় বছর একসঙ্গে থাকার পর ১৯৯৯ সালে পিয়েরে ট্রুডো এবং মার্গারিট ট্রুডো বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।
২০০৫ সালে মন্ট্রিলে বিয়ে করেছিলেন জাস্টিন ট্রুডো ও সোফি। বিচ্ছেদের ঘোষণার মধ্য দিয়ে এই দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল।
তবে এই দম্পতি তাদের তিন সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের তিন সন্তান হচ্ছে– জ্যাভিয়ার (১৫), এলা গ্রেইস (১৪) এবং হার্ডিন (৯)।
বিবিসির খবরে আরও বলা হয়, এই দম্পতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তারা জানিয়েছেন, নিজেদের মধ্যে ‘অর্থপূর্ণ ও কঠিন আলোচনার’ পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বিবাহবিচ্ছেদ হলেও তারা গভীর ভালোবাসা ও সম্মান নিয়ে একে অপরের পরিবারের ঘনিষ্ঠ সদস্য হিসেবে থাকবেন।
এ জাতীয় আরো খবর..