×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে নৈরাজ্য সৃষ্টি করে --আমীর খসরু মাহমুদ চৌধুরী শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। কুড়িগ্রাম জেলায় টি আর সি পুলিশ পদে চুড়ান্ত ফলাফল প্রকাশ। ম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা। সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৫৭ বার পঠিত
২০১৯ সালের সেপ্টেম্বরে ঢাকার একটি পাঁচতারা হোটেলে জমকালো আয়োজনে সিনেমা নির্মাণের ঘোষণা দেয় টিএম ফিল্মস। চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন তারকাকে এক ছাদের নিচে এনে সেই ঘোষণায় দেওয়া হয়। পরে গান বাংলার চেয়ারপারসন ফারজানা মুন্নী বাসায় একটি অনানুষ্ঠানিক নৈশভোজে দেখা যায় শাকিব খান ও নার্গিস ফাখরিকে। ফারজানা মুন্নী অবশ্য বলেছিলেন, ওই বছরের নভেম্বরে চমক দেখাবেন। আর ২০২০-এ দেখবে পুরো সিনেমা। ওসব দেখা না গেলেও ২০২৩-এর এই সময়ে আবার দুটি ছবি নির্মাণের ঘোষণা দিল টিএম ফিল্মস। সম্প্রতি নির্মাতা রায়হান রাফির নাম ঘোষণার পর এবার দ্বিতীয় নির্মাতার নাম ঘোষণা করল প্রতিষ্ঠানটি।

টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নী গতকাল মঙ্গলবার রাতে ঘোষণা দেন, তানিম রহমান অংশু নির্মাণ করতে যাচ্ছেন তাঁদের পরবর্তী আরেকটি চলচ্চিত্র। টিএম কার্যালয়ে দুই নির্মাতাই প্রযোজকের সঙ্গে ধরা দেন এক ফ্রেমে। প্রথম আলোকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিএম ফিল্মস জানিয়েছে, বর্ণাঢ্য আয়োজনে দুটি চলচ্চিত্র নিয়েই বিস্তারিত জানাবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে গান বাংলা টেলিভিশনের মিউজিক ফর পিস কনসার্টে দেশীয় চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মস যাত্রা শুরুর ঘোষণা দেয়। সে মঞ্চে উপস্থিত ছিলেন ঢালিউডের শাকিব খান ও বলিউড নায়িকা নারগিস ফাখরি। করোনা মহামারির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে দেরি হলেও প্রযোজক ফারজানা মুন্নী বলেন, ‘আমরা জানি, বাংলাদেশের মানুষ চলচ্চিত্রকে কেমন ভালোবাসে। সে ভালোবাসাকে পুঁজি করেই আমরা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য হাতে নিয়েছি। অংশু এবং রাফি দুজনেই ইতিমধ্যে পরীক্ষিত নির্মাতা হিসেবে বড় পর্দায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। টিএম ফিল্মসে তাদের স্বাগত জানাই। আশা করছি দারুণ কিছু হবে।’

তানিম রহমান অংশু ও রায়হান রাফি পরিচালিত দুটি চলচ্চিত্রের নাম কিংবা কারা অভিনয় করছেন, সে ব্যাপারে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। এই চলচ্চিত্রের মাধ্যমে ‘ন ডরাই’ নির্মাণের চার বছর পর বড় পর্দায় ফিরছেন অংশু। টিএম ফিল্মসের সঙ্গে নতুন এ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। আরও তিন বছর আগেই হয়তো ঘোষণাটা আসত, কিন্তু আমরা করোনা মহামারির কারণে থমকে ছিলাম। তবে এমন নির্মাণের জন্য এটাই সঠিক এবং দারুণ সময়।’

এদিকে সাম্প্রতিক সময়ে ‘সুড়ঙ্গ’ ছবিটি দিয়ে আলোচনায় থাকা পরিচালক রায়হান রাফি বলেন, ‘টিএম ফিল্মসের আগমন বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ। তাদের প্রযোজনায় আমার যে চলচ্চিত্রটি আসছে, তা আমার ক্যারিয়ারের সেরা কিছু একটাই হবে—দর্শকেরাও ভয়ংকর সুন্দর একটা অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat