সদ্য বিদায়ী জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে। জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। জুনে এসেছিল ২২০ কোটি ডলার। গত বছরের জুলাইয়ে এসেছিল ২১০ কোটি ডলার। গত জুন ও গত বছরের জুলাইয়ের তুলনায় সদ্য বিদায়ী জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত জুনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছিল কুরবানির ঈদের কারণে। প্রতি বছরই ঈদের সময়ে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বাড়ে। পরের মাসে সামান্য কমে যায়। এবারও তা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল গত জুনে। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। গত মার্চে ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। এপ্রিল ও মে মাসে তা কমে যায়। এমন কি রোজার ঈদের মাসেও রেমিট্যান্স কমেছিল।
গত অর্থবছরের জুলাই আগস্ট, মার্চ ও জুন এই চার মাস প্রতি মাসে গড়ে রেমিট্যান্স ২০০ কোটি ডলারের বেশি ছিল। বাকি ৮ মাস প্রতি মাসে গড়ে ২০০ কোটি ডলারের কম এসেছে।
ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলারের দাম বাড়ালেও ব্যাংকিং চ্যানেলে এ খাতে আয় বাড়ছে না। কারণ ব্যাংকের বাইরে হুন্ডিতে ডলারের দাম ব্যাংকের চেয়ে ৩-৪ টাকা বেশি। এ কারণে রেমিট্যান্সের একটি অংশ হুন্ডিতে চলে আসছে। ফলে সম্প্রতি বিদেশে জনশক্তি রপ্তানি বাড়লেও রেমিট্যান্স বাড়ছে না।
এদিকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে হুন্ডি বন্ধে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধা বাড়ানো হয়েছে। ফলে আগামীতে রেমিট্যান্স প্রবাহ বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
এ জাতীয় আরো খবর..