সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
বাংলাদেশ - ভারত সম্পর্কের মধ্যে বিদ্বেষ বা নেতিবাচক মনোভাব কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২ দেশের পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর জোর দেন। সোমবার (১৩ জানুয়ারি ) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সেনাপ্রধান বলেন, " বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী। দেশেটির প্রায় পুরো সীমান্ত ভারতের সঙ্গে যুক্ত। তাই আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। কোনোভাবেই এমন কাজ করা উচিত না, যা এই সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।" তিনি আরও বলেন, ২ দেশের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক অব্যাহত রয়েছে। বাংলাদেশ - ভারত সীমান্তে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে সেনাপ্রধান বিদ্বেষমূলক মনোভাব পরিহার করার আহবান জানান। তিনি উল্লেখ করে, ২টি দেশের মধ্যে কৌশলগত ও ভৌগোলিক সম্পর্ক উভয় পক্ষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ জাতীয় আরো খবর..