সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
বছর খানেক পূর্বে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গ প্রবেশ করে, তারপর পরিচয় গোপন করে সোনারপুরে বাড়ি ভাড়া নেওয়া, বস্ত্র কারখানার শ্রমিক হিসেবে কাজ করত, এমনই গুরুতর সব অভিযোগে ৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। আর তাতে অনুপ্রবেশ নিয়ে বিপদ আঁচ টের পাচ্ছেন তদন্তকারীরা। এদের জেরা করে সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ( ১৩ জানুয়ারি ) ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হয়। সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকার এক বাড়ি ভাড়া করেছিলেন ৫ বাংলাদেশি। একটি বস্ত্র কারখানায় শ্রমিকের কাজ করত তারা। সকলেই পুরুষ। সম্প্রতি তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। খোঁজ খবর নিয়ে জানতে পারে, বছর খানেক আগে ৫ জন পুরুষ বাংলাদেশ থেকে এসে বৈকুন্ঠপুরের এই এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়। তারা কেউ প্রতিবেশীদের সঙ্গে মেশে না। তাই তাদের সম্পর্কে বেশি কেউ কিছু জানেন না। এরপর থেকে পুলিশ তাদের দিকে বাড়তি নজর দেয়। রবিবার (১২ জানুয়ারি ) রাতে গ্রেফতার করা হয় তাদের। যে বাড়িতে ভাড়া থাকত ৫ বাংলাদেশি, তার মালিক আপাতত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..