মোঃ এমদাদুল হক
স্টাফ রিপোর্টার
জামালপুরে মাওলানা সাদ পন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তাবলীগ জামাত ও আলেম উলামা সহ জামালপুরের সকল মুসলিম সম্প্রদায়। ১০ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার বাদ জুমা জামালপুর মডেল মসজিদ এর সামনে জামালপুরের সকল আলেম-ওলামা সকল মুসলিম সম্প্রদায় তাবলীগ জামাত হেফাজতে ইসলাম সহ সকল ইসলামী দলগুলো জমায়েত হয়। দুপুর ২:৩০ মিনিটে সময় মাওলানা আবুল কাশেম ও জামালপুর বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাহেবের নেতৃত্বে মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়কপ্রদক্ষিণ করে বকুলতলা চত্বর হয়ে জামালপুর ফৌজদারী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘটে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবুল কাশেম সাহেব ও বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাহেব সহ নেতৃত্ব স্হানীয় আলেম ওলামা গন। তাদের দাবি জামালপুরে সাত পন্থী সম্প্রদায়ের কোন কার্যক্রম করতে দেওয়া হবে না। এ ব্যাপারে তারা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বর্তমান সরকারকে তারা বলতে চান ৭ পন্থীদের এদেশে কোন কার্যক্রম করতে দিলে দেশে ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হবে। তারা ইজতেমা মাঠে গত কয়েকদিন আগে আমাদের ঘুমন্ত নিরীহ সাথীদের উপরে আক্রমণ করে তিনজনকে হত্যা করে আরো অসংখ্য সাথীরা আহত হয়ে হাসপাতলে শয্যাসায়ী ও চিকিৎসারত অবস্থায় আছে। তাদের এমন ঘৃণিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করার সাহস দেখালে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তারা আসলে সত্যিকার অর্থে মুসলিম নয় তারা অমানুষ কোন মুসলমান আরেক মুসলমান ভাইয়ের প্রতি এইভাবে হিংস্র ও বর্বর আক্রমণ করতে পারে না। পরিশেষে প্রশাসনের প্রতি ও সরকারের প্রতি ভারতে অবস্থানরত মাওলানা সাদপন্থীরা যাতে আর কোন বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে দৃষ্টি নিক্ষেপ করার আহ্বান জানান এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এ জাতীয় আরো খবর..