গতকাল বেলা তিনটায় আল্লামা ইমাম দিকনির্দেশনায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার উদ্যোগে হজরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন ও সালাতু সালাম মাহফিল সংগঠনের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার সভাপতি জনাব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের নেতা সজীব মোকাররমের সঞ্চালনায় উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা ইলিয়াস শাহ্ ও চট্টগ্রাম জেলার নেতা শরীফ সারোয়ার, মোরশেদুল আলম খোরশেদ এবং পটিয়া উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশে আলিয়া কেরামের শত্রুদের প্রাদুর্ভাব ঘটেছে, ভাঙ্গা হচ্ছে ইসলামের আধ্যাত্বিক কেন্দ্র আউলিয়া কেরামের পবিত্র মাজার শরীফ। ‘আল্লাহতায়ালার অলিগণের শানে আঘাত সব ঈমানদারের ঈমানী হৃদয়ে আঘাত।’ অলিগণের মাজারে হামলাকারী আল্লাহতাআলার শত্রু উল্লেখ করে বলেন, ‘আল্লাহতাআলার অলিগণই দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কের কেন্দ্র।’ আল্লাহতাআলার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র।
হযরত খাজা বাবা সহ জামে আওলিয়া কেরামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে, কেউ কারো উপর আঘাত হামলা জবরদখল ইসলামের বিপরীত অন্যায় অপরাধ। শান্তি ও জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যা তুলে ধরা ও সবার অধিকার মর্যাদা রক্ষা করাই ইসলামের নির্দেশ।
এ জাতীয় আরো খবর..