×
সদ্য প্রাপ্ত:
ইতিহাস-ঐতিহ্য জামাই–শ্বশুরের বড় মাছ কেনার প্রতিযোগিতার মাঠ বিনিরাইল স্বামীকে পিটিয়ে গৃহবধূর শ্লীলতাহানি, অভিযুক্ত ছাত্রদল নেতা জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে ভিতরবন্দ ডিগ্রি কলেজের অসাধারণ সাফল্য সৌদি ক্রাউন প্রিন্স এবং গ্রীক প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা ৪টি সন্তানের জন্ম দিলেই ১ লাখ, সরকারি বোর্ডের প্রধান দিলেন ধর্মরক্ষার দোহাই লে- অফ ব্রেক্সিমকো কোম্পানি ৪০ হাজার শ্রমিকের মানববন্ধন নাগেশ্বরীতে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ে ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম মীরগড় এলাকায় মাজার ভাংচুরের অভিযোগে রাজনৈতিক গ্যারাকল থেকে ঘুরে দ্বারাতে হিমসিম খাচ্ছেন বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ৮০ বার পঠিত
মাসুদুর রহমান, কিশোরগঞ্জ
৭ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইসিডিডিআরবির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব ফৌজিয়া খান। এ মতবিনিময় সভার সহযোগিতায় ছিল বুয়েট, গ্রিনটেক নলেজ সলিউশন এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।সভায় জানানো হয়, বাংলাদেশে প্রায় ৮ হাজার ইটভাটা রয়েছে, যার ৯০ শতাংশ জিগজাগ পদ্ধতিতে পরিচালিত। কিশোরগঞ্জে ১০৪টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ১০২টি জিগজাগ ভাটা। দেশের ইটভাটাগুলো বছরে প্রায় ১০ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড এবং ৫০ হাজার টন অতিক্ষুদ্র বস্তুকণা নিঃসরণ করে, যা বাতাস দূষিত করছে এবং মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।ধুলোর দূষণ রোধে ইটভাটাগুলোতে ডাবল জিগজাগ প্রযুক্তি ব্যবহার করতে হবে। এছাড়া, ইট পোড়ানোর সময় একজন ফায়ারম্যান দিয়ে নিরবিচ্ছিন্নভাবে কয়লা প্রদান, ভাটার উপরে অধিক পুরুত্বের রাবিশ দিয়ে ঢেকে রাখা, ভাটার প্রবেশপথে পুরু দেয়াল নির্মাণ এবং প্রথমদিকের চেম্বারে কয়লার সঙ্গে কাঠের গুঁড়া ব্যবহার করার সুপারিশ করা হয়েছে।এসব পদ্ধতি প্রয়োগ করলে প্রতি লাখ ইট উৎপাদনে কয়লার ব্যবহার ২৪ শতাংশ হ্রাস পাবে। একটি ইটভাটায় প্রতি সিজনে ৪৫ লাখ টাকার কয়লা সাশ্রয় হবে। কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ২১
শতাংশ কমে প্রতি ভাটায় বছরে ৩৮২ টন কার্বন ডাইঅক্সাইড কমবে। প্রতি সিজনে প্রতিটি ভাটায় পিএম ২.৫ নিঃসরণ ২১ শতাংশ কমে এক টন পর্যন্ত সাশ্রয় হবে।এছাড়া, উন্নত পদ্ধতিতে এক নম্বর ইট উৎপাদন ১৪.২ শতাংশ বৃদ্ধি পাবে, যা বাতাসের দূষণ অনেকাংশে কমাবে এবং  এতে ইটভাটা মালিকরা আর্থিকভাবে লাভবান হবে। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ডাবল জিগজাগসহ উন্নত পদ্ধতিতে ইট উৎপাদনের প্রযুক্তি উপস্থাপন করেন আইসিডিডিআরবির ফিল্ড রিসার্চ ম্যানেজার মোহাম্মদ রফি উদ্দিন। সঞ্চালনায় ছিলেন আইসিডিডিআরবির রিসার্চ ইনভেস্টিগেটর ড. মেফতাহ উদ্দিন মাহমুদ। বক্তব্য দেন প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মো. মাহবুবুর রহমান।অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, এনডিসি রওশন কবির, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন জাহাঙ্গীর, কিশোরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি খালেকুজ্জামান, ইউরেকা ব্রিকসের স্বত্বাধিকারী মোস্তফা কামাল সহ সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat