×
সদ্য প্রাপ্ত:
শেরপুরে সাইবার নিরাপত্তায় সচেতনতাম‍‍ূলক সেমিনার সীমান্তে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বিদ্বেষ মূলক মনোভাব পরিহার করার আহবানঃ ভারতীয় সেনা প্রধানের জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কৃত ঝিনাইগাতীতে "স্বপ্নসারথি" সেশন অনুষ্ঠিত রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন পশ্চিমবঙ্গের সোনারপুর থেকে অবৈধ প্রবেশকারী ৫ বাংলাদেশিকে গ্রেফতার কয়রায় বসবাসরত ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ সাতক্ষীরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার সীমান্তে বিজিবি’র উপর হামলার ঘটনায় আটক-৩
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ২২ বার পঠিত
এম মোহাম্মদ ওমর।বাগেরহাটের শরণখোলায় ত্যাগী নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে চারটি ইউনিয়নের কমিটির সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক উপজেলা আহবায়ক কমিটির সদস্যদের  সমন্বয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁচ রাস্তার মোড়ে হারুন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট  জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সংসদীয় আসন বাগেরহাট -৪  মনিটরিং টিম কমিটির আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন বাগেরহাট-৪ এর মনিটরিং টিম কমিটির সদস্য সরদার ওহিদুল ইসলাম পল্টু, শেখ আব্দুল হালিম খোকন, বেগম রুনা গাজী ও হাফিজুর রহমান হাফিজ। 
এ সময় আরো বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান মোল্লা ইসাক আলী, যুগ্ন আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী, সদস্য তালুকদার মধু। অনুষ্ঠানে বক্তারা গত সতেরো বছর স্বৈরশাসকদের মদন পুষ্ট হয়ে যে সকল বিএনপি'র নেতাকর্মী ফ্যাসিজ আওয়ামী লীগের সাথে আঁতাত করে স্বার্থসিদ্ধি করেছে তাদেরকে দলের কমিটিতে অন্তর্ভুক্তি না করার ঘোষণা দেন। এছাড়া দলের দুঃসময়ে যারা হামলা মামলা ও জেল খেটেছেন সেই সকল ত্যাগী নেতাকর্মীদের খুজে বের করে কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি খাদেম নিয়ামুল নাসির আলাপ সকলকে ধৈর্য ধারণ করে দলের জন্য কাজ করার আহ্বান জানান এবং চারটি ইউনিয়নে চারটি কমিটি গঠন করেন। যার মাধ্যমে ৩৬টি ওয়ার্ড বিএনপি'র পরীক্ষিত নেতাকর্মীদের বাছাই করে তালিকা করে আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে উপজেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব এর কাছে হস্তান্তর করার জন্য আহ্বান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat