আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌছে দিতে ও ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা সম্পর্কে ধারণা ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলায় সেবা সহজীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসন জকিগঞ্জের আয়োজনে ও ১নং ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় সেবা সহজীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে মানুষকে সেবা দেওয়া হয়।
১নং বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অর্ণব দত্ত।
জকিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভুমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক অফিস, যুব উন্নয়ন অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, প্রানীসম্পদ অফিস, মৎস্য অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, সমবায় অফিসের বিভিন্ন সেবামূলক স্টল বসানো হয়।
সেবা সহজীকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর ফেরদৌস জামান সিদ্দিকী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি।
ইউএনও আফসানা তাসলিম বলেন, ‘এই সেবা প্রদান কার্যক্রমটি আমরা আজ বারহাল ইউনিয়ন পরিষদ থেকে শুরু করেছি। ধারাবাহিকভাবে প্রতি ইউনিয়নে এই সেবা প্রদান করা হবে। এটা করার উদ্দেশ্য হলো, দূর দূরান্তের গ্রামের মানুষ আছেন যারা দূর থেকে উপজেলায় এসে সেবা নিতে পারেন না, তারা যেন ইউনিয়নে এসে সহজে সরকারের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারেন ও তাৎক্ষণিক কিছু সেবা নিতে পারে সেই লক্ষ্যেই এই সেবা সহজীকরণ কার্যক্রমটি আমরা চালু করেছি। ক্রমান্বয়ে প্রতি ইউনিয়নে সেবা সহজীকরণ কার্যক্রমটি আমরা চলমান রাখব বলে চিন্তা করছি।’ এছাড়া নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..