জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে আসামীর পরিহিত বারমজি স্যান্ডেলের ভিতর গাম দিয়ে পেষ্টিং পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০১।
সানোয়ার ইসলাম মামুন ময়মনসিংহ প্রতিনিধ
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম বাসষ্ট্যান্ড মসজিদ সংলগ্ন খাবার হোটেল ইফতেখার এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ২৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৯.৪০ ঘটিকায় মাদক ব্যবসায়ী ১। কাজী আনিছুর রহমান (৪০), পিতা মৃতঃ হাবিবুর রহমান, মাতা মৃতঃ জাহানারা বেগম, সাং-মুকুন্দপুর, থানা-বিজয়পুর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাহার পরিহিত বাম পায়ের বারমজি স্যান্ডেলের ভিতর গাম দিয়ে পেষ্টিং করা পলিথিনে মোড়ানো নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট আছে। আসামীর নিজ হাতে তাহার পরিহিত বাম পায়ের বারমজি স্যান্ডেলের ভিতর হতে বাহির করিয়া দেওয়া মতে ৭০০(সাতশত) পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৭০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..