শরনখোলা প্রতিনিধি এম মোহাম্মদ ওমর:
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ (২৩ ডিসেম্বর) বিকেলে তাফালবাড়ী কলেজিয়েট স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিএনপির স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে জাহাঙ্গীর হাওলাদার স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের পরিবার তার আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।
এ জাতীয় আরো খবর..