×
সদ্য প্রাপ্ত:
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা সুনামগঞ্জের ধর্মপাশায় ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভোলায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ বাবা - ছেলে আটক তারেক রহমান কথা দিলে কি কথা রাখেন ? আইনজীবী সাইফুল হত্যা: চন্দন দাসসহ ১০ জন গ্রেফতার সাংবাদিকদের ক্যামেরা নিয়ে ঢুকতে বাধা দেওয়া ইউএনওকে বদলি দেড় বছরেও শেষ হয়নি সড়কের কাজ।শুরুতেই অর্ধেক টাকা উত্তোলন বাউফলে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার-১ শরনখোলায় রূপান্তরের বাস্তবায়নে ফসল উৎপাদন বৃদ্ধিতে স্কেলিং কর্মশালা অনুষ্ঠিত লামা সাংবাদিক ফোরাম'র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • প্রকাশিত : ২০২৪-১২-০৮
  • ২৮ বার পঠিত
 সানোয়ার ইসলাম মামুন ময়মনসিংহ প্রতিনিধি 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর খুবই জটিল এবং স্পর্শকাতর মাধ্যমমূলক একটি কাজ দেশের নিরীহ জনসাধারনের জমি জমা বিষয়াদি দলিল,আর ও আর,খতিয়ান দলিল দস্তাবেজ প্রভৃতি যাচাই বাছাই পূর্বক সমাধান করে তাদের হাতে নিশ্চিত করে তুলে দেয়া। অনেকটা কাছাকাছি পর্যায়ে এনে সফলতার সাথে একনিষ্ঠ থেকে সেই কাজটি অনেকটা দক্ষতার সাথে করে যাচ্ছেন ময়মনসিংহ জেলা  সদরের  একজন প্রশংসিত সাব রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান জানা গেছে, সততার সাথে দক্ষ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাব রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান  নিজে সংশ্লিষ্ট থেকে ময়মনসিংহ সদরের
থেকে আসা দরিদ্র মানুষের সকল কাজকর্ম করে
যাচ্ছেন। 

তার এই নিরব কর্ম এবং জন সম্পৃক্ত কাজে সদরের মানুষের জন সমাদৃত হয়েছে। জানাগেছে, মোঃ জাহিদ হাসান  একজন সাব রেজিস্টার হিসেবে ময়মনসিংহ সদরের  মানুষের কাছে
একজন সৎ ব্যক্তির প্রতীক।

 তিনি নিজে সরেজমিন করে জমিজমার যাবতীয় সরকারী কাজে নিজেকে সম্পন করেছেন ফলে তার অফিস সহকারী নিজেও অত্যন্ত দক্ষতার সাথে নিয়োজিত।

সরকারী কাজ করছেন ময়মনসিংহ সদরের  জনস্বার্থে। সম্পন্ন একজন অফিস সহকারী অন্যদিকে সাব রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান  এর কাজের ভূয়সী প্রশংসা করেছেন উক্তির বিশিষ্ট ব্যক্তি বর্গ। উক্ত সাব রেজিস্ট্রের অফিসে দলিল লেখক সমিতির বিধিমোতাবেক সর্বদা সাব রেজিষ্টারকে সার্বিক সহযোগিতা অব্যহত রেখেছেন বলে জানা যায়।

 একজন সৎ যোগ্য লোকের জন্য উপযুক্ত কাজ ও কাজের প্রক্রিয়া। ময়মনসিংহ সাব রেজিস্ট্রার মোঃজাহিদ হাসান একজন নিবেদিত সরকারী কর্মকর্তা। 


জানা যায় ময়মনসিংহ সদর সাব রেজিস্টার জাহিদ হাসান অফিসকে ডিজিটাল ও দালালমুক্ত করনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রতিদিন দলিল করতে আসা সকল দাতা গ্রহীতাদেরকে দালাল মুক্তকরণের লক্ষ্যে মাইকে সকলকে অবহিত করেন এবং কেউ যদি দলিল করতে এসে দালালের হাতে প্রতারিত হন সাথে সাথে তাকে অবহীত করার জন্য পরামর্শ দিয়ে থাকেন এবং প্রতিটা দলিল সরকারী রেটে হয়ে থাকেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat