সানোয়ার ইসলাম মামুন ময়মনসিংহ প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর খুবই জটিল এবং স্পর্শকাতর মাধ্যমমূলক একটি কাজ দেশের নিরীহ জনসাধারনের জমি জমা বিষয়াদি দলিল,আর ও আর,খতিয়ান দলিল দস্তাবেজ প্রভৃতি যাচাই বাছাই পূর্বক সমাধান করে তাদের হাতে নিশ্চিত করে তুলে দেয়া। অনেকটা কাছাকাছি পর্যায়ে এনে সফলতার সাথে একনিষ্ঠ থেকে সেই কাজটি অনেকটা দক্ষতার সাথে করে যাচ্ছেন ময়মনসিংহ জেলা সদরের একজন প্রশংসিত সাব রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান জানা গেছে, সততার সাথে দক্ষ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাব রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান নিজে সংশ্লিষ্ট থেকে ময়মনসিংহ সদরের
থেকে আসা দরিদ্র মানুষের সকল কাজকর্ম করে
যাচ্ছেন।
তার এই নিরব কর্ম এবং জন সম্পৃক্ত কাজে সদরের মানুষের জন সমাদৃত হয়েছে। জানাগেছে, মোঃ জাহিদ হাসান একজন সাব রেজিস্টার হিসেবে ময়মনসিংহ সদরের মানুষের কাছে
একজন সৎ ব্যক্তির প্রতীক।
তিনি নিজে সরেজমিন করে জমিজমার যাবতীয় সরকারী কাজে নিজেকে সম্পন করেছেন ফলে তার অফিস সহকারী নিজেও অত্যন্ত দক্ষতার সাথে নিয়োজিত।
সরকারী কাজ করছেন ময়মনসিংহ সদরের জনস্বার্থে। সম্পন্ন একজন অফিস সহকারী অন্যদিকে সাব রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান এর কাজের ভূয়সী প্রশংসা করেছেন উক্তির বিশিষ্ট ব্যক্তি বর্গ। উক্ত সাব রেজিস্ট্রের অফিসে দলিল লেখক সমিতির বিধিমোতাবেক সর্বদা সাব রেজিষ্টারকে সার্বিক সহযোগিতা অব্যহত রেখেছেন বলে জানা যায়।
একজন সৎ যোগ্য লোকের জন্য উপযুক্ত কাজ ও কাজের প্রক্রিয়া। ময়মনসিংহ সাব রেজিস্ট্রার মোঃজাহিদ হাসান একজন নিবেদিত সরকারী কর্মকর্তা।
জানা যায় ময়মনসিংহ সদর সাব রেজিস্টার জাহিদ হাসান অফিসকে ডিজিটাল ও দালালমুক্ত করনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রতিদিন দলিল করতে আসা সকল দাতা গ্রহীতাদেরকে দালাল মুক্তকরণের লক্ষ্যে মাইকে সকলকে অবহিত করেন এবং কেউ যদি দলিল করতে এসে দালালের হাতে প্রতারিত হন সাথে সাথে তাকে অবহীত করার জন্য পরামর্শ দিয়ে থাকেন এবং প্রতিটা দলিল সরকারী রেটে হয়ে থাকেন বলে জানা গেছে।