ইমরান আইজাক জাহাঙ্গীর রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মহান বিজয় দিবসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনকালে সাংবাদিকদের নির্দিষ্ট স্থান না থাকা ও ছবি তোলাকে কেন্দ্র করে চলমান অনুষ্ঠান বয়কট করেন স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানে সাংবাদিকরা নির্দিষ্ট স্থান না পেয়েও ছবি তুলতে গেলে কিছু লোক তাদের সরিয়ে দিয়ে তথ্য সংগ্রহ করতে বিঘ্ন ঘটায়। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণে চরম অবহেলা করা হয়েছে বলে সাংবাদিকরা জানান।
এ ব্যাপারে সাংবাদিকরা ইউএনওকে বলতে গেলে তিনি বলেন,আপনাদের বসার জায়গা করেছিলাম। কিন্তু লোকজন জায়গা দখল করে নিয়েছে,দেখি কি করা যায়। এর পরেও ইউএনও সাংবাদিকদের বসার ব্যবস্থা না করায় এবং গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করতে অসুুুবিধার সম্মুখীন হন। এবং ইউএনও বিষয়টির তড়িৎ ব্যবস্থা না নিলে সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করে চলে আসেন।বিষয়টি মূহুর্তে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এ ব্যাপারে ইউএনও'র রকিবুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি
বলেন,আপনারা আসেন এখন বসার জায়গা দেওয়া হয়েছে। তবে সাংবাদিকরা আর অনুষ্ঠানে যাননি। এ নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে কালবেলাকে জানান বিষয়টি খুবই দুঃখজনক। আপনারা বিজয় দিবস পালন করুন, আমার দু'এক দিনের মধ্যে রাণীশংকৈলে যাওয়ার কথা রয়েেছ। গিয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। সেইসাথে তিনি সাংবাদিকদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
এ জাতীয় আরো খবর..