×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৬
  • ১৭৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : 
ব্রাহ্মণবাড়ীয়া -২ ( সরাইল ও আশুগন্জ) নির্বাচনী এলাকা থেকে বিগত একদাশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ও রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষিত প্রার্থী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সভাপতি ও বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন এবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রাপ্তির আশা করে, সরাইল ও আশুগন্জে সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম ও জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো সংস্কার নীতির ৩১ দফা পৌছে দিচ্ছেন তৃণমূলের সাধারণ মানুষের কাছে।ছোট/ বড় সামাজিক বৈঠকীর মাধ্যমে তিনি  একেবারে জেলে পল্লী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গিয়ে দলের বার্তা পৌছে দিচ্ছেন তিনি।

ঢাকার সাইন্সল্যাবরেটরী স্কুল থেকে প্রাথমিক শিক্ষাজীবন চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ে  পরবর্তীতে তিনি সরাইলের নোয়াগাঁও পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক  শিক্ষা সমাপন করেন। ১৯৯১ সালে, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মানবিক গ্রুপে প্রথম বিভাগ প্রাপ্ত হয়ে এসএসসি পাশ করেন। ১৯৯৩ সালে, সরকারী তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে এইচএসসি পরীক্ষায় মানবিক গ্রুপে দুটি বিষয়ে লেটার মার্কসহ  প্রথম বিভাগে পাশ করেন।১৯৯৩-৯৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি হয়ে নিয়মিতভাবে অনার্স ও মাষ্টার্স শেষ করেন। কর্মজীবনে  রাজনীতি র পাশাপাশি জীবিকার তাগিদে তিনি ব্যবসার সঙ্গে জড়িত। পারিবারিক জীবনে তিনি এক কণ্যা ও এক পুত্র সন্তানের জনক।


১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরুধী আন্দোলনের সময় নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সদস্য হয়ে রাজনৈতিক জীবনের যাত্রা। পরবর্তীতে কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনেও ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মেধাবী এই ছাত্র নেতা ১৯৯৩ সালে নিজ বিভাগ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৯ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখার সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ছাত্রদলের আহবায়ক কমিটি র সদস্য নির্বাচিত হন।।ধারাবাহিক ভাবে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদ প্রাপ্ত হন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পর্যায়ক্রমিক অবস্থানগুলো হলো-- সদস্য ( সোহেল-পিন্টু),সহ-ক্রীড়া সম্পাদক,( পিন্টু-লাল্টু),সাংস্কৃতিক সম্পাদক( লাল্টু-হেলাল),সমাজ সেবা সম্পাদক( হেলাল- বাবু),যুগ্ম-সাধারণ সম্পাদক(টুকু-আলীম), সহ- সভাপতি( জুয়েল- হাবীব)। সবগুলো পদপদবী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর ধারাবাহিক অবস্থান। স্থানীয়ভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক ২ নং সদস্য( কচি- জহির), সাবেক,সদস্য,সরাইল উপজেলা বিএনপি( রহমান -আনোয়ার),বর্তমানে ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য( মান্নান-সিরাজ)।


শিক্ষামূলক কর্মকাণ্ড - বর্তমানে তিনি অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করছেন। সরাইলের প্রাথমিক শিক্ষার উন্নয়নকল্পে ইতিমধ্যে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন।৪০ টি প্রাথমিক বিদ্যালয়ে শূণ্য পদে প্রধান শিক্ষক নিয়োগ, ৮০ টি বিদ্যালয়ের শূণ্য পদে সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে ডিজি মহোদয়ের আশ্বাস পাওয়া গেছে। 

সামাজিক কর্মকাণ্ড - তৃণমূল পার্লামেন্ট, সরাইল, নামে একটি সেবামূলক সংগঠনের মাধ্যমে তিনি ২০১৮ সাল থেকে সরাইল ও আশুগন্জে র অসুস্থ ও গরীব অসহায় মানুষের পাশে থেকে কাজ করছেন।

ধর্মীয় কর্মকান্ড--- ইতিমধ্যেই তিনি ধর্ম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সরাইল ও আশুগন্জের অবহেলিত মসজিদ ও মন্দিরগুলোতে সরকারী বরাদ্দের বিষয়ে বিশদ আলোচনা করেছেন।

সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার জন্য, ফ্যাসিবাদ পতনের পর তিনি সরাইল ও আশুগন্জের প্রায় প্রতিটি মন্দিরের নিরাপত্তার জন্য কাজ করেছেন। অনেক মন্দিরে স্বশরীরে তিনি সনাতনী হিন্দুগণের সাথে কথা বলেছেন।

খেলাধূলা ও সংস্কৃতি --- ইতিমধ্যেই তিনি সরাইলের নোয়াগাও এ প্রথমবারের মতো,শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। তরুণদের সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশের জন্যও তিনি কাজ করছেন।সরাইলের এক ঝাঁক তরুণ তুর্কী ও প্রবীণ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি সপ্তাহে তিনদিন গ্রাম থেকে গ্রামে চষে বেড়াচ্ছেন।

সদা হাস্যোজ্জল, কর্মীবান্ধব, সৎ ও মেধাবী, বারবার কারা নির্যাতিত এই সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শিপন বলেন, "সরাইল ও আশুগন্জে আমার জন্ম। আমার সূতিকাগার। আমার নাড়ী এখানে প্রোথিত।  শিকড় থেকে শিখর, সবটাই আমার চেনা ও জানা।আমি বিগত ৩২ বছর যাবত সরাসরি রাজনীতি র সাথে সম্পৃক্ত। রাজনীতিই একমাত্র প্লাটফর্ম, যেখান থেকে জনগনের সাথে হৃদয় থেকে হৃদয়ে সম্পর্ক স্থাপন করা যায়।"

শিপন আরো বলেন, আমার কর্মই আমার প্রতিদ্বন্দ্বী। আমার কাজ, আমার আচরণ,আমার সততা, দলের প্রতি আমার বিশ্বস্থতা এবং সীমাহীন ত্যাগ, সবকিছু মিলিয়ে দলের কেন্দ্রীয়  নেতৃত্ব যদি মার্কিং করে,তাহলে, ইনশাল্লাহ, আমি দলের মনোনয়ন প্রাপ্তিতে শতভাগ নিশ্চয়তা দিতে পারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat