মোঃ-আলমগীর হোসাইন, সীতাকুণ্ড চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর মৌলভী বাড়ির ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে নগদ অনুদান তুলে দেন তিনি। এসম তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
এসময় তিনি বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্র৭স্ত পরিবারগুলো আজ অসহায়। তারা সব হারিয়ে দিশেহারা। আমরা সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে কর্তব্য। আমি সরকার এবং এলাকার বিত্তবানদের প্রতি অনুরোধ করব যেন সবাই তাদের বাড়ী ঘর নির্মাণে এগিয়ে আসেন।
নগদ অর্থ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা কৃষকদলের সভাপতি বদিউল আলম বদরুল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব সালেহ আহমেদ সলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মোরসালিন, রবিউল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, পৌর বিএনপির সাবেক আইন সম্পাদক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মনসীন আলী, সহসভাপতি মহসিন প্রমুখ।
এ জাতীয় আরো খবর..