এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদরের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার জেলার সদর উপজেলার আলেখারচর এলাকার একটি ডোবায় কম্বলে মোড়ানো অর্ধ গলিত একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত না হলেও এটি কুমিল্লার বাঙ্গরাবাজার থানার বাসিন্দা অটোরিকশা চালক সায়মন এর মরদেহ বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তারা জানান, আলেখারচর এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। প্রায় ১৫ দিন আগে সায়মন বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হলেও আর বাড়িতে ফিরে আসেনি সায়মন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবককে অন্য কোথাও হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে বলে আমরা ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..