মোঃ শফিকুল ইসলাম:গাজীপুর প্রতিনিধঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ক্ষমতার দাপট কমেনি এখনো। সরকারী টাকায় করছেন বাগান বাড়ির রাস্তা। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে নতুন বাজার হতে তার বাগান বাড়ি পর্যন্ত ১৫৪১,৬ফুট দীর্ঘ ১৮ফুট প্রসস্ত রাস্তার কাজ চলছে। সরকারের ৭৫.৭৯লাখ টাকা ব্যয়ে করা হচ্ছে এ রাস্তা।ক্ষমতা দিয়ে মেয়র আতিক আ’লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তার বাগান বাড়ির রাস্তা সরকারী প্রকল্প ভূক্ত করেন। এখন সরকারী টাকায় ওই রাস্তার কাজ চলছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, ধনুয়া গ্রামে ঢাকা উত্তরসিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার এক বন্ধুর প্রায় ৭৫বিঘার একটি প্রজেক্ট রয়েছে। ওই প্রজেক্টে আতিকুল ইসলাম গড়ে তুলেছেন এক বিশাল বিলাসবহুল বাগান বাড়ি। ধনুয়া নতুন বাজার থেকে আতিকের বাগান বাড়ি পর্যন্ত কোন রেকর্ডিয় রাস্তা ছিলোনা। একটি পায়ে চলার রাস্তা দিয়ে চলতো গ্রামবাসী। আতিকের বাগান বাড়িতে যাতায়তের রাস্তা না থাকায় অপেক্ষাকৃত কম মূল্যে পেয়ে যান ওই জমি। পরে রাস্তার জমি ক্রয় করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজ জমিতে সরকারী টাকায় করছেন রাস্তা।
নাম প্রকাশ না করে একটি সূত্র জানায়, আওয়ামীলীগ সরকারের আমলে ঢাকা উত্তর সিটিকরপোরেশনের মেয়র ছিলেন আতিক। ওই সময় দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় সরকার প্রকৌশলের সদরদপ্তর থেকে তার বাগান বাড়ির ৪৭০মিটার বা ১৫৪১,৬ফুট দীর্ঘ ১৮ফুট প্রসস্ত রাস্তার অনুমোদন নেন। পরে ওই রাস্তার দরপত্র আহ্বান করে গাজীপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি কার্যাদেশ প্রায় ঠিকাধারী প্রতিষ্ঠান মেসার্স জসিম এন্টার প্রাইজ। ৭৫.৭৯লাখ টাকা বরাদ্ধে রাস্তার কর্মজজ্ঞ চলছে। ওই এলাকার আঞ্চলিক বা ফিডার রোড গুলো স্থান বেধে আট থেকে দশ ফুট প্রসস্ত। কিন্ত একটি বাগান বাড়ির সংযুগ সরক ১৮ফুট প্রসস্ত। এটি সরকারী টাকার সুষ্পষ্ট অপব্যবহার বলে দাবী করেন সচেতন মহল।
এবিষয়ে জানতে আতিকের বাগান বাড়িতে গেলে কেও মুখ খুলেনি। স্থানীয় হাবিবুর রহমান আলিম অভিযোগ করে বলেন, আমার জমি নিয়েছে। সতেরো বছর এখানে আসতে পারিনাই। এখানে ছালাম এবং আতিক সাহেবের প্রজেক্ট । কেও আসেনা। দেখি কোন মালিক আসে।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী আবদুস ছামাদ পওনাদার জানান, এ রাস্তার প্রকল্প অনুমোদন করানো হয়েছে স্থাানীয় সরকার প্রকৌশল সদর দপ্তর থেকে। দরপত্র আহ্বান করা হয়েচ্ছে জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে। গত ১৯ ফেব্রুয়ারি ২৪ তারিখে কার্যাদেশ পেয়ে ঠিকাদার কাজ করছে। আমরা শুধু কাজের তদরকি করছি। কার জমিতে কিভাবে রাস্তা হচ্ছে এটি বলতে পারবোনা।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম মোহাম্মদপুর থানার একটি মামলার আসামী। গত ১৬অক্টোবর মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
এ জাতীয় আরো খবর..