সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নাছির মিয়া (২৮) ও শহীদুল ইসলাম(২৫ ) নামে দুই মাদক কারবারিকে ৪ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। এর আগে বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃত মাদক কারবারি নাছির মিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মাথুরাপুর এলাকায় ইউনুস মিয়ার ছেলে ও অপর মাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম নিলফামারী জেলার ডিমলা থানার কাকড়া বাজার এলাকার তছরউদ্দিনের ছেলে।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে যাত্রীবাহী বাস আটক করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, আটককৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..