মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনভর ক্যাম্পেইন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১ ডিসেম্বর) দিনব্যাপি সুস্থ ধারার রাজনীতিতে মেধাবী নেতৃত্ব তৈরির আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র মেরামতের ৩১ দফাসহ বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস সম্বলিত বুকলেট বিতরণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমান মামুন বলেন ‘রাষ্ট্রকে সংস্কার করে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের বার্তা দিতেই আমাদের এ কর্মসূচি।’
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের অত্যাচার-নিপীড়ন করেছে। তাদের মতের বাইরে গেলেই খুন, গুম, হত্যাসহ নানা অপকর্ম করেছে। এমনকি ভিন্ন মতের ছাত্র সংগঠনের কার্যক্রমেও তারা নগ্ন হস্তক্ষেপ করেছে। যা ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।’
কেন্দ্রীয় ছাত্রদল নেতা মশিউর রহমান বলেন, ‘ছাত্রদল ইতিবাচক ও ভালো কাজের প্রতিযোগিতায় থাকবে। আমরা আগামীতে একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দেবো। যেখানে কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে না, চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে না, কোনো শিক্ষার্থী ইভটিজিং ও ধর্ষণের শিকার হবে না, কোনো শিক্ষক আর লাঞ্ছনার শিকার হবে না।’
ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম হাসান মাহমুদ রিপন, সোহেল সরকার ও হায়াত মাহমুদ জুয়েল, পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, মহিপুর থানা ছাত্রদলের আহ্বায়ক তানজিল আলমসহ ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..