স্বাধীনবাংলা, ডেস্ক নিউজঃ
আবহাওয়া অনুকূলে থাকলে ও কারিগরি জটিলতা দেখা না দিলে আজ পদ্মা সেতুতে বসানো হবে ৩৩তম স্প্যান। সেতুর ৩ ও ৪নং পিয়ারে উপরে স্প্যানটি বসানো হবে। এর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর প্রায় ৫ কিলোমিটার অংশ। ৩২তম স্প্যান বসানোর ৮ দিন পর বসতে যাচ্ছে ৩৩তম স্প্যানটি। সবকিছু ঠিকঠাক থাকলে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬শ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনে স্প্যানটি বহন করে নির্ধারিত পিয়ারের কাছে আনা হবে।
আরোও পড়ুন: গণমাধ্যমে প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি ট্রাম্প-বাইডেন ***
জানা গেছে, পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান বসানো গেলে বাকি থাকবে ৮টি স্প্যান। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে আছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়। গত ৩০ মে পর্যন্ত জাজিরা প্রান্তে সেতুর ২৮টি স্প্যান বসানো হয়। গত ৩০ মে জাজিরা প্রান্তে সেতুর ২৬ ও ২৭ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর বসানো হয় ৩০তম স্প্যান। এর পর চলতি বছরের ১০ জুন সেতুর জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেতুর ৩১তম স্প্যান।