আনোয়ার ইসলাম মামুন, ময়মনসিং প্রতিনিধ
ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী বিদেশ প্রবাসী রুকন উদ্দিনের কন্যাকে গত ২১ নভেম্বর বিকেল অনুমান সাড়ে ৫ টায় ময়মনসিংহ শহরের কৃষ্টপুর আলীয়া মাদ্রাসার সামনে থেকে অপহরণ করা হয়।
এঘটনায় কোতোয়ালি মডেল থানায় মেয়ের পরিবারের লোকজন অভিযোগ দায়ের করলে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে কোতোয়ালি মডেল থানার পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। অপহরণকারী নূরুল ইসলামকেও গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত কথিত অপহরণকারীর পিতার নাম মৃত আব্দুল বারেক,মাতার নাম হাসনা।গ্রাম -মেছগাও,থানা-তাড়াইল,জেলা কিশোরগঞ্জ।
থানা হাজতে আটক নূরুল ইসলামকে জিজ্ঞেস করলে সে সাংবাদিকদেরকে বলে সে অপহরণ করেনি,মেয়ের সাথে ফেইস বুকের মাধ্যমে তার প্রেম হয়।মেয়ে প্রেমের টানেই তার কাছে চলে আসছে।
এ জাতীয় আরো খবর..