মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
সোনারগাঁ আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশন (সিকা) কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজে পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশন ( সিকা) এর প্রধান উপদেষ্টা- অধ্যাপক খন্দকার দিল আফরোজ, উপদেষ্টা- অধ্যাপক শাহ আলী, কবি রহমান মুজিব এবং শিক্ষক মোঃ সানাউল্লাহ।
এ সময় সিকা বৃত্তি পরীক্ষা-২০২৪ইং উপলক্ষে সিকা পরিবারের পক্ষ থেকে সকল সম্মানিত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান পরীক্ষা নিয়ন্ত্রক ও সিকা আহবায়ক- কামাল মোল্লা, সাধারণ সম্পাদক- সিকান্দার আলী মাষ্টার।
শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে এবারের সিকা কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ এর মোট ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সর্বমোট ৭৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলায় ৩০ নম্বর, ইংরেজিতে ৩০ নম্বর এবং গণিত+সা:জ্ঞান / প্রাথমিক গণিত ৪০ নম্বর অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একদিনের ৩টি বিষয়ে সকাল ১০টা হইতে বিকাল ৩টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ধাপে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশন (সিকা) বৃত্তি পরীক্ষা-২০২৪ এর অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- হাই কেয়ার কিন্ডারগার্টেন, লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন, স্টার ফ্লাওয়ার এস.আর কিন্ডারগার্টেন, পিরোজপুর আইডিয়াল কিন্ডারগার্টেন, সোনারগাঁ হলি চাইল্ড কিন্ডারগার্টেন, ঝাউচর ফুলকলি কিন্ডারগার্টেন, মেঘনা আইডিয়াল কিন্ডারগার্টেন, রেনেসাঁ কিন্ডারগার্টেন, মর্নিংসান কিন্ডারগার্টেন, সোনারগাঁ কিন্ডারগার্টেন, আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কিন্ডারগার্টেন, অগ্নিবীণা কিন্ডারগার্টেন, আল-হেরা ইসলামী কিন্ডারগার্টেন, বীর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল মডেল স্কুল, গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেন, উদয়ন আদর্শ বিদ্যানিকেতন, এ.এস.বি আইডিয়াল স্কুল, বেবি কেয়ার কিন্ডারগার্টেন, চর কামালদী এম.এ মান্নান উচ্চ বিদ্যালয়, আল-হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুল, সানরাইজ কিন্ডারগার্টেন-১, সানরাইজ কিন্ডারগার্টেন-২, বাংলাবাজার ইউনিক মডেল স্কুল, হাজী মিসির আলী কিন্ডারগার্টেন, চাইল্ড প্যারাডাইজ কিন্ডারগার্টেন, রিয়াদ কিন্ডারগার্টেন, ইকরা মডেল স্কুল, প্যারামাউন্ড কিন্ডারগার্টেন, রূপায়ন মডেল স্কুল, আলহাজ্ব হাবিবুর রহমান বিদ্যানিকেতন, মুনলাইট কিন্ডারগার্টেন, ক্রডিবল মডেল স্কুল, অনির্বাণ মডেল স্কুল-১, নূরে মদিনা মাদ্রাসা।
এ জাতীয় আরো খবর..