×
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ৩৬ বার পঠিত
এম. এ. হাসনাত শুভ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ শাজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির ফান্ডের টাকা এবং নোয়াগড় মাদ্রাসা ফান্ডের প্রায় কোটি টাকা রক্ষিত ছিল। ফান্ডের সেই টাকার হিসেব বুঝিয়ে দেয়ার জন্য বিগত কযেক সপ্তাহ যাবত বেশ কয়েকবার গ্রামবাসীর পক্ষ থেকে শাজাহান মিয়াকে হিসাব দেওয়ার জন্য বলা হলেও, তিনি হিসেব না দিয়ে গড়িমসি করতে থাকেন।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নোয়াগড় মাদ্রাসা কমিটির আহবায়ক সহ এলাকার মানুষজন টাকার হিসেব বুঝিয়ে দেয়ার জন্যে শাজাহান মিয়ার কাছে গেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাক বিতন্ডা বাঁধে। বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে আজমিরীগঞ্জ থানার ওসিসহ অন্তত ৩০ জন আহত হন, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম মাঈদুল হাছান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে যাই, সংঘর্ষ নিয়ন্ত্রণের এক পর্যায়ে আমি আহত হই। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat