মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর বন বিটের ইজ্জতপুরের কাফিলাতলী এলাকায় বনের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চালায় বন বিভাগ। রাজেন্দ্রপুর রেঞ্জের আওতায় এসব বনভূমি উদ্ধার করা হয়।
রাজেন্দ্রপুর বিট কর্মকর্তা ফেরদৌস জানান, উচ্ছেদের আগে দখখলকারীদের নোটিশ দেওয়া হয়েছিল। যারা নোটিশ পেয়েও স্থাপনা সরিয়ে নেইনি তাদের স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, শ্রীপুর থানা পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীসহ বন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী উচ্ছেদ কার্যক্রমে অবৈধ দখলে থাকা প্রায় ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয়। বন বিভাগের সূত্রে জানা যায় শেখ হাসিনা পতনের পর থেকে গত ৫ আগস্টের পর অবৈধ দখল কারীরা বনের জায়গায় ঘরবাড়ী নির্মাণ করেছিল। দুপুরের পর শ্রীপুর উপজেলার ইজ্জতপুর বাজারে বনের জায়গায় গড়ে উঠা দোকান পাট উচ্ছেদ করা হয়।
এসময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, সহকারী বন সংরক্ষক শামসুল আরেফীন, বিট কর্মকর্তা ফেরদৌসসহ যৌথ বাহিনীর ২৩০ জন সদস্য অভিযানে অংশ নেয়৷
এ জাতীয় আরো খবর..