স্টাফ রির্পোটার:
আজ স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া তথ্যে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া নতুন রোগীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি রয়েছে ১৪ জন রোগী। এ সকল রোগীর মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে এবং খুলনা বিভাগে একজন হাসপাতালে ভর্তি রয়েছে।
আরোও বলুন: আজ ঢাকা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ***
এদিকে, গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে দুইজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে।