এম. এ. হাসনাত, আজমিরীগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক শুভ্র চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উক্ত অভিযানে ১০৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ আক্তার হোসেন (৪৬) , হাফিজ উদ্দিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন এলাকায় ইয়াবা সহ নানান নিষিদ্ধ মাদকের ব্যবসা চালাচ্ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার একটি রেস্টুরেন্ট থেকে ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করেন বলে জানা গেছে। আটককৃত আক্তার হোসেন পৌরশহরের আজিমনগর (জুম্মাহাটির) মৃতঃ আব্দুর রহমানের পুত্র এবং হাফিজ উদ্দিন সুনামগঞ্জের শাল্লা উপজেলার এরাবাদ গ্রামের হুকুম আলীর পুত্র।
বিশেষ এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম মাঈদুল হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক শুভ্র চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম তাদের আটক করেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। আজমিরীগঞ্জ থানা পুলিশ ভবিষ্যতে আরো অভিযান চালাবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশে মাদক কারবার এবং সেবন নির্মূলে এলাকাবাসী ও নাগরিক সমাজের সচেতনতা এবং সহযোগিতা অবশ্য প্রয়োজনীয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদলতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর..