×
  • প্রকাশিত : ২০২৪-১১-১৬
  • ৬৪ বার পঠিত
 মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর বাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার চোলাই মদ, ১১৩ পুরিয়া গাঁজা ও নগদ ২০ হাজার টাকাসহ ৩নারী ও ১পুরুষসহ মোট চারজনকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। 

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার কর, শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা ও পরিচালনা কমিটির সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহযোগিতায় শ্রীপুর বাজার পশু হাসপাতালের সামনে লালজি'র বাড়িতে অভিযান চালিয়ে তাদের কে মাদকসহ আটক করা হয়। 

আটককৃতরা হলেন, শ্রীপুর ০২ নং ওয়ার্ডের ঈশ্বর রবিদাসের মেয়ে রিনা রবিদাস (৫৫), সুনিল রবিদাসের মেয়ে শ্যামলী রবিদাস (৩০), লালজি রবিদাসের স্ত্রী ফুলমতি রবিদাস (৪৫), লালজি রবিদাসের ছেলে সুজন রবিদাস। মাদকবিরোধী অভিযানে আটককৃতদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় একটি (মামলা-২৩) রুজু করা হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ওসি জয়নাল আবেদীন মন্ডল।

শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা ও পরিচালনা কমিটির সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে পশু হাসপাতালের সামনে লাল জির বাড়িতে দিনে দুপুরে ২৪ ঘন্টা মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেননি। আমাদের প্রতিশ্রুতি ছিল শ্রীপুর বাজারকে মাদক মুক্ত করতে হবে। আমরা শ্রীপুর থানার ওসির নেতৃত্বে লালজির বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ চারজন কে আটক করা হয়। আমাদের প্রথম অভিযান সফল হয়েছে । তবে পর্যায়ক্রমে পুলিশের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, বাজার কমিটির সহযোগিতায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পৃথক অভিযানে রংপুরের পীরগঞ্জ উপজেলার আনতাজ উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন কালটু(৩৫) কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। সে পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকার শরীফার বাড়িতে ভাড়া থাকতো। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat