×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে নৈরাজ্য সৃষ্টি করে --আমীর খসরু মাহমুদ চৌধুরী শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। কুড়িগ্রাম জেলায় টি আর সি পুলিশ পদে চুড়ান্ত ফলাফল প্রকাশ। ম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা। সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-০৯
  • ৮ বার পঠিত
নীলফামারীর একমাত্র পর্যটনকেন্দ্র ঐতিহাসিক নীলসাগর দীঘিতে শীতকালীন পাখিদের আগমন উপলক্ষে নিরাপদ অবাসস্থল করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

শনিবার (০৯ নভেম্বর/২৪) সকালে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত নীলসাগর দীঘির ধারে শতাধিক ফলজ গাছে এ আবাসস্থল করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ডিসেম্বরের শুরুতে বিভিন্ন প্রজাতীর দেশীয় পাখি সহ অতিথি পাখির আগমনে মুখরিত হয় এ দীঘি। এসব অতিথি পাখির কিচিরমিচির ডাক শুকতে ও দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। তাই তাদের নিরাপত্তার জন্য প্রয়োজন মতো আবাসস্থল ও সেড তৈরি করা হবে এবং খাবার দেওয়া হবে।

তিনি আরও বলেন, এছাড়াও এখানে বিলুপ্ত প্রজাতীর মাছ সংরক্ষণ করা হবে। উন্নয়ন পরিকল্পনা হিসেবে আমাদের কিছু প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। এখানে বসার জায়গা, বাচ্চাদের খেলার জন্য সরঞ্জাম তৈরি করা হয়েছে। নীলসাগর দীঘিকে আরো দৃষ্টিনান্দিত করতে শীর্ঘ্রই আমরা এলজিইডির মাধ্যমে বাউন্ডারী ওয়ালসহ বিভিন্ন প্রকল্প হাতে নিবো।  

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক উপস্থিত ছিলেন।

জানা যায়, নীলফামারী জেলা শহর থেকে উত্তর-পশ্চিমে ১৪ দশমিক ৫ কিলোমিটার দূরে অর্থাৎ গোড়গ্রাম ইউনিয়নে নীলসাগর দীঘি অবস্থিত। এর মোট  আয়তন ৫৩দশমিক ৯০ একর, মূল দীঘি ৩২ দশমিক ৭০ একর। খ্রিস্টপূর্ব অষ্টম হতে নবম শতাব্দীতে এ দিঘি খনন করেন বিরাট রাজা। নাম রাখা হয় বিরাট দীঘি। পরবর্তীতে “ বিল্টাদীঘি” এবং অবশেষে শোনা যায় রাজার মেয়ে বিন্নবতীর নামানুসারে এর নামকরণ করা হয় “ বিন্নাদীঘি” হিসেবে। ১৯৭৯ সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আঃ জব্বার এ দীঘিকে একটি  পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংস্কারের পাশাপাশি এর নামকরণ করেন “নীলসাগর”। পানির  গভীরতা  মাঝে ২৩ ফুট (জুন-অক্টোবর), পাড়  ঘেষে ০৪  ফুট।

সোহেল রানা , নীলফামারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat