হবিগঞ্জ মাধবপুর ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন রামেশ্বর গ্রামের। মৃত রশিদ মিয়ার ছেলে, মোঃ অহিদ মিয়া বলেন, তার নিজের নামে রেজিস্ট্রি কৃত জমি দিয়ে চলাচলে বাধা দেয় পাশের বাড়ির মইদর মিয়া গংরা। এই বিবাদ মেটানোর জন্য গ্রাম্য সালিশ বসে, সালিশে ঐক্য মতে সবার সিদ্ধান্ত হলে জমির সীমানা নির্ধারণ করতে গেলে। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়, এই সময় মধ্যস্থতা কারীরা উভয় পক্ষকে থামিয়ে দিলে, মইদর মিয়ার ছেলে, কালো মিয়া বলে যে অহিদ মিয়ারা বাড়িতে যেতে পারবে না, আমাদের বাড়ির পাশ দিয়ে গেলে তাদেরকে মারবো, তখন মধ্যস্থতাকারী দেওয়ান আলী, হানিফ মিয়া, আরো কয়েকজনের সহায়তায় অহিদ মিয়াদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গেলে, কালো মেয়াদের বাড়ির পাশে যাওয়ার সাথে সাথে তারা পিছন থেকে কয়েকজন মিলে ধাওয়া করে, হানিফ মিয়া বলেন আগে থেকেই অসুস্থ থাকা কালো মিয়া পা ফসকে পড়ে গিয়ে ব্যথা পায়, তার কাছে কেউ যায় নাই তাকে মারেয় নাই, সে মেডিকেলে ভর্তি হয়ে মেডিকেলের রিপোর্টের কাগজপত্র দিয়ে মিথ্যা মামলা করে, অহিদ মিয়াদেরকে হয়রানি করতেছে, মধ্যস্থতাকারী দেওয়ান আলীর সাথে কথা হলে সে বলে কালু মিয়া দুবাই থাকা অবস্থায় অসুস্থ ছিল, এখন নিজে নিজেই দৌড় দিয়ে পড়ে গিয়ে ব্যাথা পায়, তাকে কেউ মারে নাই, পাশের বাড়ির রাবেয়া খাতুনের সাথে কথা হলে সে বলে কালু মিয়া আগে থেকেই অসুস্থ ছিল, সে নিজে নিজেই পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে, তাকে কেউ মারে নাই। মইদর মিয়ারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে।
ক্রাইম রিপোর্টার
মিজানুর রহমান