এএসএম হারুন, ফেনী:
বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ফেনী জেলা শাখার আয়োজনে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন চলা কালে শ্রমিকদল নেতা মেকসেদুল আলম টিপুর নেতৃত্বে হামলার ঘটনায় ঘটেছে। রবিবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি নাছির উদ্দিন লিঠনের উপর হামলা করে গুরুতর আহত করে। এ ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক রবিবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির বিশেষ অতিথি ফেনী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন বক্তব্য চলা কালে ফেনী সদর উপজেলা শ্রমিক দল নেতা মোকসেদুল আলম টিপু, মোটবী ইউনিয়ন যুবদল নেতা মহি উদ্দিন মতিন,ইউনিয়ন শ্রমিক দল নেতা আবদুল কাদের,প্রকাশ সিএনজি কাদের, আবদু রউপ প্রকাশ সিএনজি বাদল, মফুজ প্রকাশ সিএনজি মফিজ,হানিফ সহ অজ্ঞাত নামা ২৫/৩০ জন যুবক নিয়ে বক্তব্য চলা কালে হামলা চালিয়ে বেনার সিনিয়ে নেয় এসময় ফেনীতে কর্মরত বেশ কয়েক জন সাংবাদিক ভিডিও ধারন ও ভিডিও রেকর্ড করছিল হামলার ঘটনায় ভিডিও করায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় সাংবাদিকদের মোবাইল সিনিয়ে নিয়ে লাঞ্চিত করে এ সময় মোটবী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কে মারধর করে লাঞ্ছিত করে এসময় তার ব্যবহত একটি মোবাইল সিনিয়ে নেয়। পরে স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ করায় শ্রমিক দল নেতারা সরে যায়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন জানান, মানববন্ধনে আমাকে বিশেষ অতিথি করায় আমি উপস্থিত হয়ে বক্তব্য রাখছি এমন সময় সদর উপজেলা শ্রমিক দল নেতা মোকসেদুল আলম টিপু উপস্থিত হয়ে আমাকে আওয়ামী লীগের দালাল বলে গালি দিতে কয়েকজন উশৃংখল যুবক বেনার কেড়ে নেয় ও ইসমাইল কে টানা হেছড়া করে শার্ট ছিড়ে ফেলা ও ধাক্কা ধাক্কি দেয় ছবি তোলায় ও ভিডিও রেকর্ড করায় উপস্থিত সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা ও লাঞ্ছিত করে। মানববন্ধনে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবী করছি। মোটবী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাইল হোসেন জানান মোটবী ইউনিয়নে সর্বত্র চাঁদাবাজি চলছে প্রতিবাদ করতে গিয়ে আমি বারবার হামলার শিকার হয়েছি। আজ মোটবী ইউনিয়নের বহু বিএনপি নেতা কর্মীও এলাকা ছেড়ে ফেনী অবস্থান করছে।
এ জাতীয় আরো খবর..