×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৫৩ বার পঠিত
ইব্রাহিম মুকুট, ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করর্পোরেশন( মসিক)মেয়র মোঃ ইকরামুল হক টিটু এর সার্বিক দিক-নির্দেশনায় মসিক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ প্রধান কর্মকর্তা আরিফুর রহমান এর  তত্ববধানে  বর্ষা মৌসুম  সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল খনন কাজ শুরু হয়েছে।মসিক এর  ড্রেন ও খালের এক তৃতীয়াংশ খনন ও পরিচ্ছন্নতা ইতি মধ্যে সম্পন্ন হয়েছে।এর মধ্যে অন্যতম বড় বাজার ড্রেন খনন কাজ, চরপাড়া খাল, কলেজ রোড ড্রেন, ছোটবাজার ড্রেন, চরপাড়া হাসপাতাল শিশু ওয়ার্ড এর ড্রেন, বলাশপুর আন্ডারগ্রাউন্ড ড্রেন ও মাকড়জানি খাল,আনন্দ মোহন কলেজে এর সামনের ড্রেন, মীরবাড়ি মসজিদ রোড ড্রেন, বলাশপুর আন্ডার গ্রাউন্ড ড্রেন, চরপাড়া হাসপাতালের ভিতর ড্রেন, নগরীর অধিকাংশ ওয়ার্ডেই চলছে বিভিন্ন ছোট-বড় ড্রেন,গাঙ্গিনাপার পালিকা মার্কেট এর সামনের ড্রেন, কলেজ রোড ড্রেন, মাসকান্দা ড্রেন, আকুয়া খাল,আকুয়া বাইপাস,মুন্তা মিয়ার পাম্প এর পিছনের খাল, কৃষি বিশ্ববিদ্যালয় ১ নাম্বার গেটের সামরে ড্রেন,চরপাড়া পপুলার এবং চরপাড়া প্রাঃ বিদ্যাঃ সংলগ্ন খাল, নন্দীবাড়ি খাল, চরপাড়া ব্রাহ্মপল্লি খাল, ক্যাডেট কলেজের পিছনে খাল, কলেজ রোড মসজিদ পাশের খাল এবং গাঙ্গিনাপাড় বারিপ্লাজা নিশিদ্ধপল্লির হতে গৌড়হরি বস্ত্রালয় পর্যন্ত খাল ও ড্রেন,আলীয়া মাদ্রাসা আন্ডারগ্রাউন্ড, ক্যাডেট কলেজের পিছনের খাল, মাসকান্দা খাল, নন্দীবাড়ী খাল, ব্রাহ্মপল্লি এপেক্স হাসপাতাল সংলগ্ন ড্রেন,নহমহল খালসহ  ড্রেনের খনন ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন এর বিভিন্ন ওয়ার্ডের ড্রেন ও খাল বর্ষার আগেই দ্রুত পরিষ্কারের কাজ  এগিয়ে নিয়ে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ৩টি এস্কেভেটোর ও ৬ টি পরিচ্ছন্ন গাড়ীর সহায়তায় মসিকের খনন ও ড্রেনেজ বর্জ্য পরিচ্ছন্নতা চলমান রয়েছে।  এই কাজে ৯ টি টিমে প্রায় অতিরিক্ত ২ শতজন শ্রমিক কাজ করছেন।পাশাপাশি দিনের বেলায় যত্রতত্র ময়লা ফেলার অপরাধে মসিকের অভিযান চলছে এবং সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত রয়েছে।গত ১৪ এপ্রিল মঙ্গলবার খোলা রাস্তার উপর ময়লা ফেলার দায়ে জরিমানা আদায় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জনাব আরিফুর রহমান।এসময় দিনের বেলা ময়লা ফেলার দায়ে জরিমানা ও অন্যান্যদের যত্রতত্র ময়লা না ফেলার জন্যও পরামর্শ দেন তিনি।নগরবাসিদের  যাতে জলাবদ্ধতার সম্মুখীন হতে না হয় সেই জন্য বর্ষা মৌসুমের আগে এই উদ্যোগকে নগরবাসী সাধুবাদ জানিয়েছেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat