মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে ১৪৪ ধারা জারি করেছে। উপজেলার ভোগাই ও চেল্লাখালি নদীতে বালু উত্তোলনের পক্ষে- বিপক্ষে ডাকা সমাবেশকে ঘিওে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হওয়ার আশঙ্কায় আজ রোববার উপজেলা প্রশাসন এ ১৪৪ ধারা জারি করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে এজন্য সেনাবাহিনীর টিম শহরে টহল চালু রেখেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান, বেশ কিছুদিন যাবৎ উপজেলার ভোগাই ও চেল্লাখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। এরবিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়ে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল, জরিমানা, মেশিন, পাইপ ভাংচুরসহ নানা ব্যবস্থা গ্রহণ করে। এতে অবৈধ বালুউত্তোলন কারীরা ক্ষুব্ধ হয়ে আজ রোববার বিকেলে উপজেলা পরিষদের সামনে এক বিক্ষোভ সমাবেশ আহবান করে। অপরদিকে একই সঙ্গে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্থরাও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি নিয়ে সমাবেশের ডাক দেয়। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পৌর শহওে সকল সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সূত্রজানায় গত এক সপ্তাহে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ধারায় ২ জনকে জেল, ৪ জনকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা, অর্ধশতাধিক বালু তোলার মেশিন, পাই পধ্বংস ও বেকো মেশিন জব্দসহ নানা কর্মকান্ড করে।
তবে জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ নূরল আমিন বলেন, মূলত: আমরা বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের দায়ের করা হত্যামামলার আসামীদের নিয়ে সমন্বয় সভা করা ও আসামীদের গ্রেফতার করার দাবিতে বিক্ষোভ সমাবেশের আহবান করেছিলাম। এটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে উপজেলা নির্বাহী অফিসার বালু উত্তোলনকে ইস্যু করে ১৪৪ ধারা জারি করেছে। আমরা কর্মসূচী স্থগিত করেছি। তবে আমরা এরতীব্র নিন্দা জানাচ্ছি। এর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডকে আওয়ামীলীগের দূসর আখ্যায়িত করে তাদের অপসারনের দাবিও তুলেন বিএনপির এই নেতা।
এ জাতীয় আরো খবর..