কাশিমপুর প্রতিনিধি:
রবিবার(৮ সেপ্টেম্বর)সকাল থেকে মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মূল ফটকের সামনে শ্রমিকরা তাদের দাবির পক্ষে আন্দোলন করেন।এসময় শ্রমিকরা দাবি করেন,সময়মতো বেতন পরিশোধ,শ্রমিক ছাঁটাই বন্ধ,রিজাইন করা শ্রমিকদের পে ফান্ডের অর্থ সঠিকভাবে প্রদান এবং ছুটির টাকার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার জন্য তারা এ আন্দোলন করছেন।
তাদের দাবি,দীর্ঘদিন ধরে এ সমস্যাগুলো চলতে থাকায় তারা বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।আন্দোলন শুরু হলে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশবিজিবি)এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত হন।তারা পরিস্থিতি শান্ত রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শ্রমিকরা তাদের দাবির বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রতিবেদনে আরও জানা গেছে যে, শ্রমিকরা তাদের পরিবারের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বেতন ও অন্যান্য সুবিধার জন্য এ ধরনের বিক্ষোভে অংশ নিয়েছেন যা তাদের জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলছে।
এ জাতীয় আরো খবর..