ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর টান বলাকীতে মেঘনার শাখা নদী দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে বালু উত্তোলন করছে একটা চক্র।জানা যায়,স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে নদীর তীরবর্তী চাষাবাদের জমি কেটে ফেলেছে চক্রটা।
সরেজমিনে ঘুরে দেখা যায়,নদী বেষ্টিত টান বলাকীতে মেঘনা নদীর শাখা নদীর তীরবর্তী জমিতে ৮ইঞ্জি ড্রেজার মাধ্যমে গ্রামের মানুষের বাড়ি ভরাট করছে চক্রটি।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,দীর্ঘ এক বছর যাবৎ এই চক্রটি অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন করছে, পাশাপাশি নদীর তীরবর্তী একাধিক গ্রামবাসীর কৃষি জমিও কেঁটে নিয়েছে।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান,গ্রামের আতাউর রহমান এর ৬/৭ ছেলে এর মধ্যে দুলাল,সাদ্দাম,সাইফুল,শুক্রর,সাহাদাত এদের নেতৃত্বে চলছে এই কাজ।তাদের ভয়ে কেউ কথা বলে না আর কেউ কথা বললে তাঁর উপর নেমে আসে অত্যাচার,জুলুম।স্থানীয় সমাজ পতি ও জনপ্রতিনিধি'রাও এদের অত্যাচারে অতিষ্ঠ।
৪৮নং টান বলাকী সরকারী প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন,গ্রামের মোবারক মাষ্টার,আনসর আলী, জামান,শহীদ,আমার নিজের জমিসহ গ্রামের ২৫/৩০বিঘা জমির মাটির কেঁটে নিয়েছে তাঁরা, আমরা একাধিক বার স্থানীয় প্রশাসনকে জানিয়েছি কিন্তু প্রশাসন নির্বিকার।
কিছু দিন আগে হামলার শিকার ওয়াসিম জানান,শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশত্যাগ করায় আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেছিলাম যার প্রেক্ষিতে তাঁরা রাতের আধারে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলেন,বিষয়টি আমার জানা ছিল না,অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আজ'ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ জাতীয় আরো খবর..