×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা এক্স-রে করে যুবকের পেটে মিলল ইয়াবা ৬০০ পিচ আমতলীতে কোরআন শরীফ ও মুহাম্মদ(স.)কে নিয়ে শিক্ষকের কটুক্তি কুড়িগ্রাম জেলা নদী ভাঙনের করাল গ্রাসে বিপর্যস্ত জনজীবন, কমে যাচ্ছে কৃষি ও বাসস্থানের জমি ফেনীতে শেষরাতে খামার কর্মচারীকে হত্যা, ৪ লক্ষ টাকার গরু ডাকাতি ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৮
  • ৭৯ বার পঠিত
আলমগীর কবির পত্নীতলা, নওগাঁ:
সরকার পতনের পর ট্রাফিক পুলিশের সদস্যরা নেই সড়কে। পত্নীতলার  নজিপুর প্রধান সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা তাঁদের সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৪ টায় সরজমিন গিয়ে দেখা যায়, শহরের নজিপুর বাসস্ট্যান্ড সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন।

আলাদা আলাদা লেনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন।  

এ সময় কথা হয় নজিপুর সরকারি কলেজের রোভার স্কাউট সিনিয়র রোভারমেট মাসুমুল হক সিয়াম এর সাথে, সড়কের যান চলাচল নিরাপদ করতে এবং যানজট মুক্ত এ শহর রাখতে আমরা ১০ জন শিক্ষার্থী এ কাজে নিয়োজিত। দেশটা আমাদের সুন্দর করে সাজাতে সকলের সহযোগিতার প্রয়োজন।’

এ সময় শিক্ষার্থীর পাশে পানি  জুস রুটি বিস্কুট নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়াতে দেখা যায়। সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বলতে শোনা যায়, হেলমেট ছাড়া মটরসাইকেল না চলানোর অনুরোধ। পথচারীরাও বলেন, আজ শিক্ষার্থীরা যে কাজটি করছে সে কাজটি আমাদের সকলের করা উচিত এবং নিজ নিজ দায়িত্ব নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট লেনে চলাফেরা করা উচিত।

এ প্রসঙ্গে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পত্নীতলার  (টিম লিডার) ইনচার্জ কবির উদ্দিন আকন্দ  বলেন, ‘দেশের চলমান প্রেক্ষাপটে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শিক্ষার্থীদের পাশাপাশি যানজট নিরসনের কাজ করছে। যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের সচেতন করতে হেলমেট ব্যবহারে পরামর্শ দিচ্ছি। এবং নির্দিষ্ট লেন দিয়ে চলাচলে অনুরোধ করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat