স্বাধীনবাংলা,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৩২৯ মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন এর স্বামী বাংলাদেশ কৃষক লীগ পটুয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি ও দি-চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক প্রথম শ্রেনীর বিশিস্ট ঠিকাদার সমাজসেবক মোঃ জাহিদ হেসেন বাচ্চু তালুকদারের জানাজা নামাযে মানুষের ঢল।
গতকাল রবিবার বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এমপি কাজী কানিজ সুলতানা হেলেন এর স্বামী আওয়ামীলীগ নেতা মোঃ জাহিদ হেসেন বাচ্চু তালুকদারের জানাজা নামাযে শত শত মানুষের উপস্থিতিতে নামায পরিচালনা করেন পটুয়াখালী পৌরসভার দক্ষিন সবুজবাগ বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুল ইসলাম।
এ সময় জাহিদ হেসেন বাচ্চু তালুকদারের জীবনের উপর আলোকপাত করে মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ আকন, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, মরহুমের বড় ছেলে মাহিন হোসেন তালুকদার জয় ও ছোট ছেলে তাজ হোসেন তালুকদার হৃদয়। এর আগে মোঃ জাহিদ হেসেন বাচ্চু তালুকদারের মরদেহ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে কফিনে দলীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোঃ সুলতান আহমেদ মৃধা, চেম্বারসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন এর স্বামী মোঃ জাহিদ হোসেন বাচ্চু তালুকদার রবিবার ভোর ৫টায় ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে আসে। আগামী শুক্রবার বাদ জুম্মা পৌরসভার প্রায় সকল মসজিদে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মিলাদে সকলকে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।