ষ্টাফ রিপোর্টার:
"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" এই প্রতিপাদ্যে সামনে নিয়ে ময়মনসিংহে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে।১৪ জুলাই রবিবার বিকেলে নগরীর টাউনহল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহিত উর রহমান শান্ত। পরে টাউনহলের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা আ. ন. ম. আব্দুল ওয়াদুদ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহিত উর রহমান শান্ত।তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। আমাদের সকলকে বৃক্ষরোপণের প্রতি আরও গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান,জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।আরও উপস্থিত ছিলেন সহকারী বন কর্মকর্তা মোঃসাদেকুল ইসলাম খানসহ বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ নার্সারি মালিক সমিতির পক্ষ থেকে অনুভতি ব্যক্ত করেন জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সুরুজ আলী মীর।অনুষ্ঠানে বণ্য হাতির আক্রমণে ২ জন মারা যাওয়ায় দুই পরিবারের সদস্যদের হাতে ৬ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসন প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।পরে এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে,মেলায় ২৪ টি নার্সারি অংশ নিয়েছে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর..