মোহাম্মদ মিজানুর রহমান, মানিকগঞ্জ:
নিহত ঝন্টুর বাড়ীতে চলছে শোকের মাতম। মাটিকাটাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পূর্ব উয়াইল গ্রামের আব্দুল খালেকের পুত্র ঝন্টু ওরফে সোহাগ হত্যার মুল হোতা "মোস্ট ওয়ান্টেড ' কিলিং মিশনের লিডার কুক্ষাত খুনি জাকির ও কিশোর গ্যাংস্টার লিডার "মাদক ডিলার" নাহিদ এবং সক্রিয় পেশাদার কো-মোস্ট ওয়ান্টেড ইমরান ও আপেলসহ তাঁর গৃহপালিত বাহিনী। মাটি বাণিজ্যের পৃষ্ঠপোষকতায় কৃষিজমি,নদী ও খালের মাটি হরি লুটের হোতারা হলো একই উপজেলার খলিসা ডহুরা গ্রামের আজাহারের পুত্র আবুল,বাবুল ; একই গ্রামের জোকনের পুত্র লতিফ এছাড়া নাটুয়া বাড়ী গ্রামের ঘটু মাটি কাটার সাথে জড়িত এতথ্য জানান নিহত ঝন্টুর স্বজনেরা। স্হানীয়রা জানান এক সন্তানের জনক নিহত ঝন্টুর সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন (অটোচালক )ঝন্টু। নিহতের পিতা একজন দৃষ্টি প্রতিবন্ধী। এখন এই পরিবারের সংসার চালানোর মতো কোন ব্যবস্থা নেই। একটু আর্থিক সহযোগিতার জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসকের নিকট প্রার্থনা করছেন নিহতের দুস্থ পরিবার এবং খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান নিহতের স্বজনেরা। নিষ্পাপ এতিম শিশুটির ভরণপোষণের দায়িত্ব কে নেবে। কীভাবে চলবে এই সংসার। দৌলতপুর থানা পুলিশ খুনিদের গ্রেফতারের সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ তথ্য জানান নিহতের পিতা। কতো জনকে এই মামলায় আসামি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে নিহতের পিতা আব্দুল খালেক এই প্রতিবেদককে বলেন মামলার তদন্তের স্বার্থে দৌলতপুর থানা মামলার কপি আমাকে পরে দিবে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোন রিসিভ করেন নি।
এ জাতীয় আরো খবর..