স্বাধীনবাংলা,
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বেসরকারী গণগ্রন্থাগার সমূহের সদস্যদের নিয়ে এক বছর মেয়াদী গঠিত ১৩ সদস্য বিশিস্ট বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ পটুয়াখালী জেলা শাখা কমিটির প্রথম সভা ০৩ অক্টোবর সনিবার সকাল ১১টায় শহীদ স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পটুয়াখালী জেলা কমিটির সভাপতি ফরিদুজ্জামান খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌকিদারের পরিচালনায় পরিষদের প্রথম সভায় উপস্থিত থেকে পরিষদের গঠনতন্ত্রের আলোকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উল্লেখ করে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি ডাঃ আব্দুল মতিন, আব্দুস সত্তার বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, দপ্তর সম্পাদক তপন কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল কাদের, সদস্য সাবরিনা শাহনাজ, সিকদার মোহাম্মদ হাসান, এএইচ এম মনসুর ও মোঃ সবুজ।
প্রকাশ গত ৫ সেপ্টেম্বর সনিবার শহীদ স্মৃতি পাঠাগারে জেলার বিভিন্ন বেসরকারী গণগ্রন্থাগার সমূহের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয়েছে বলে পরিষদের সাধারন সম্পাদক ফরিদুজ্জামান খান জানান।