সম্প্রতি গুরুত্বপূর্ণ ৯টি কমিটি বাতিলের পর ভাইস চেয়ারম্যানসহ ৩৯ পদে রদবদল এনেছে বিএনপি। এর মধ্যে ১১ জনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করে নেয় দলটি, যেখানে একজন ছিলেন নতুন মুখ। এবার আরও তিনজনকে চেয়ারপারসনের উপদেষ্টা করে নিয়েছে বিএনপি।
সোমবার (২৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
নতুন তিনজন হলেন- সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভিরুল ইসলাম।
এর আগে গত ১৫ জুন ১০ জনকে উপদেষ্টা কাউন্সিলের সদস্য করে নিয়েছিল দলটি। তারা হলেন, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন চৌধুরী পাইন। এদিনই আলাদা এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনকেও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করে নেয়া হয়।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি এবং ৮১ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়। এ ছাড়া বৈদেশিক সম্পর্ক দেখভাল করতে গত ১৫ জুন নতুন গঠিত ‘চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি’তে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করে নেয় দলটি।
এ জাতীয় আরো খবর..