ইব্রাহিম মুকুট, ময়মনসিংহঃ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর মহাপরিচালক হিসেবে ইনস্টিটিউট এর পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ড. মোহসেনা বেগম তনুকে নিয়োগ দিয়ে সরকার আজ প্রজ্ঞাপন জারী করেছে। তিনি ইনস্টিটিউট এর প্রথম নারী মহাপরিচালক। ড.তনু বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ময়মনসিংহ থেকে মাৎস্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি তিনি জাপানের নাগাসাকি ইউনিভার্সিটি থেকে মাৎস্য বিজ্ঞানে পিএইচডি ও পোস্ট ডক্টোরেট করেন। মেধাবী এ বিজ্ঞানী ১৯৯১ সালে ইনস্টিটিউট এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তিনি দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ,তাঁর উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশে ব্যবহৃত হচ্ছে।
এ জাতীয় আরো খবর..