বরগুনা প্রতিনিধি :
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুরিতে গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা, টাকা এবং ৫ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় গৃহকর্তা নাসির উদ্দিন আহত হয়েছে। আহতকে তাৎক্ষণিক গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেতাগী থানা পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানায় বেতাগী উপজেলার ৭নং সরিষামুড়ি ইউনিয়নের এনায়েত হোসেন মাষ্টার বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে ঘরের গ্রিল কেটে ৭/৮ জনের একটি ডাকাত দল মুখবাধা অবস্থায় বাসায় ঢুকে বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে হাত-পা বেঁধে বলে গরু বিক্রি করার টাকা কোথায় এই বলে এলোপাতাড়ি মারধর করে মুক্তিযোদ্ধার ডাক চিৎকারে ছেলে নাসির উদ্দিন ছুটে আসলে তাকে রামদা দিয়ে এলোপাথাড়ি কোপাইতে থাকে, ঘটনাস্থলেই ডাকাতের কোপে গুরুতর আহত হয় নাসির উদ্দিন। পরিবারের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা ঘর তল্লাশি করে পাঁচ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা নিয়ে যায়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে এঘটনার রহস্য উদঘাটন এবং সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।
এ জাতীয় আরো খবর..