ফুলপুর, ময়মনসিংহ:
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে জমে উঠেছে বিশাল কোরবানির পশুর হাট। ঈদ আমেজে অনেক হাটেই করা হয়েছে রঙ্গিন বাতির আলোকসজ্জা। ক্রেতা ও বিক্রেতার সুবিধার্থে হাটগুলোতে বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। রাত ১০টার পরেও হাটে কোরবানির পশু ও মানুষজনের বিপুল উপস্থিত চোখে পড়ার মতো। উপজেলার বিভিন্ন হাটের মধ্যে আমুয়াকান্দা বাজার সবচেয়ে বড় পশুর হাট বলে পরিচিত। কোরবানির পশুর এসব হাটে দেখা মিলছে অসংখ্য ছোট-বড় দেশীয় গরু, ছাগল, মহিষ ও ভেড়া। স্থানীয় বাজারগুলোতে দূরদুরান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে বিক্রয়ের জন্য কোরবানির পশু নিয়ে আসছেন মানুষজন। বিকেল হওয়ার আগেই পশু ও ক্রেতা-বিক্রেতায় হাটগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে। তবে পবিত্র ঈদুল আযহার এখনও প্রায় সপ্তাহখানেক সময় বাকী থাকায় হাটে পশুর বেচাকেনা অনেকটাই কম। পশুর দাম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাটে আসা ক্রেতারা। অনেক বিক্রেতা দীর্ঘদিন কষ্টে পালিত প্রিয় পশুটির দাম একটু বেশী পাওয়ার আশায় পরবর্তী হাটবারের জন্য অপেক্ষা করছেন বা পশুটিকে অন্য হাটে নিয়ে যাচ্ছেন। আর ক্রেতারাও একটু কমদামে কোরবানির পশু ক্রয়ের জন্য পরবর্তী হাটবারের অপেক্ষায় আছেন। তবে হাটে আসা কোরবানির পশু পাইকারদের অভিযোগ, পৌরসভার বিভিন্ন স্পটে তাদের গাড়ী থেকে টাকা নেওয়া হচ্ছে।
এ জাতীয় আরো খবর..