মোঃ মামুন সন্যামত, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল চন্দ্রদীপ ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মোঃ আব্বাস উদ্দিন মোল্লা (৩৭)নামের একজন গুরুতর আহত হয়েছে গত (২ জুন) রবিবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চন্দ্রদ্বীপ খেয়ে ঘাটে বাবুল খানের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
মোঃ আব্বাস উদ্দিন মোল্লা গুরুতর আহত অবস্থায় জাপান ফিরোজ হাসপাতাল বাউফলে ভর্তি হলে আরো গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোঃ আব্বাস উদ্দিন মোল্লা চরমিয়াজান ৫নং ওয়ার্ডের মৃত সোনা মোল্লার ছেলে।
স্থানীয় ও আহত ব্যক্তির সূত্রে জানা যায়,এ ব্যপারে আহত ব্যক্তি আব্বাস উদ্দিন মোল্লাকে সন্ধ্যা ৭টার সময় ফোন করে চন্দ্রদ্বীপ খেয়া ঘাটে ডেকে ছাগল নিয়ে কেন্দ্র করে বাবুল খানের দোকানে বসে রুবেল খানের নেতৃত্বে।
মোঃ বাবুল খান, পিতা আফতাব খান। মোঃ আনোয়ার খান, পিতা আলতাব খান। মোঃ আবু হোসেন খান, পিতা আলতাফ খান। মোঃ দুলাল খান, পিতা আমির খান। জসিম খান,পিতা দুলাল খান। আরো ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি গাছের সাথে বেঁধে গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে গাছের সাথে বেধে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয় একটি কুচক্রী মহল যাতে আব্বাস মোল্লার মান সম্মান ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছরিয়ে দেওয়া হয়। এই অপপ্রচারের বিরুদ্ধে সাইবার ক্রাইম অপরাধ দমন ট্রাইবুনালে মামলার প্রস্তুতি চলছে এবং এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহল ক্ষোব প্রকাশ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলকাচ মোল্লা তিনি বলেন, আব্বাসের মামা আমার ইউনিয়নে কয়েকটি জায়গায় তরমুজের প্রজেক্ট করেছিল সেখানে আব্বাস দেখাশোনার দায়িত্বে ছিল। তরমুজ খেতে অনেক সময় গরু ছাগল গিয়ে ক্ষতি করলে রাগারাগি ফালাফালি করলে কিছু মানুষের মনে খুব জমে থাকে। দুই থেকে তিন মাস অতিবাহিত হলে সেই বিষয়টিকে কেন্দ্র করে এলাকার কিছু সন্ত্রাসী বাহিনী আব্বাস মোল্লার উপরে অতর্কিত হামলা চালায় আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জাপান ফিরোজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেই।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন তিনি বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। আমি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।
এ জাতীয় আরো খবর..