গাইবান্ধা জেলা প্রতিনিধি:
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাহিদ হাসান সিদ্দিকী জানান, দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সেমিপাকা একক গৃহ নির্মাণের মাধ্যমে হস্তান্তর করা হবে ।এ পর্যায়ে ১৮ হাজার ৫৬৬টি জমিসহ পাকা ঘর পাচ্ছেন ভুমিহিনরা। একইদিনে মাননীয় প্রধানমন্ত্রী সাঘাটা ও ফুলছড়ি উপজেলাকে 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন।জমিসহ প্রতিটি যরের মালিকানা স্বামী স্ত্রীর ৫০% করে এবং যেখানে উপকারভোগী একজন সেখানে তিনি পূর্ণ ঘরের মালিকানা লাভ করবেন যার ফলে বাংলাদেশের সর্বত্র নারীর ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে। একই সাথে উপকারভোগীগণ সুপেয় পানি ও বিদ্যুতের সুবিধা পাচ্ছেন।এছাড়াও অন্য উপায়ে ব্যারাক গুচ্ছগ্রামে ইতোমধ্যে ১০৬৬টি 'ক' শ্রেণির পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..